প্রথম আসরের মত ভালো খেলার লক্ষ্য নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরে যোগ দিতে আজ ভারত উড়ে গেছেন বাংলাদেশ ও সানরাইজার্স হায়দারাবাদের পেসার মুস্তাফিজুর রহমান। কলকাতা হয়ে আজ রাতে মুম্বাইয়ে পৌঁছাবেন তিনি। কারণ আগামীকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে নামবে হায়দারাবাদ। ঐ ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে ফিজের।
আজ দেশ ছাড়া আগে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের বিসিবি একাডেমি ভবনে সংবাদ মাধ্যমকে মুস্তাফিজুর বলেন, ‘গত আসরে যেমন পারফরমেন্স করেছি, তার চেয়েও এবার ভাল করতে চাই। সবার কাছে দোয়া চাই, যেন ভাল পারফরমেন্স করতে পারি। আইপিএলের জন্য দেশবাসী আমার দিকে তাকিয়ে আছে। আমি চেষ্ঠা করবো তাদের প্রত্যাশা পূরণ করতে।’
বাংলাদেশের শ্রীলংকা সফরের জন্য হায়দারাবাদের হয়ে প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি মুস্তাফিজ। তবে দু’টি ম্যাচই দাপটের সাথে জিতেছে হায়দারাবাদ। তাই জয় পাওয়া একাদশটি বহাল রাখতে চাইবে হায়দারাবাদ। তাই একাদশে সুযোগ পাওয়া কি মুস্তাফিজুরের জন্য কঠিন হবে? এমন প্রশ্নের উত্তরে ফিজ বলেন, ‘দলে জায়গা পাওয়া নিয়ে আমি মোটেও চিন্তিত নই। যদি সুযোগ পাই আমার সেরাটাই দলের জন্য করে দেখাবো।’
আইপিএলের গত আসরে প্রথমবারের মতো খেলতে নেমেই উজ্জ্বল পারফরমেন্স করেছিলেন মুস্তাফিজ। ১৬ ম্যাচে ২৪ দশমিক ৭৬ গড়ে নিয়েছিলেন ১৭ উইকেট। পরবর্তীতে টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ও হয়েছেন তিনি। গতবারের তুলনায় এবার আইপিএল খেলা সহজ হবে বলে মনে করেন ফিজ, ‘আগের আসরটি প্রথম ছিলো আমার জন্য। এবার তো সবই পরিচিত। তাই এবার আইপিএল খেলা আমার জন্য সহজই হবে।’সূএ বাসস