গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের মডেল সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বন্যা দুর্গতদের মাঝে ত্রান বিতরন করা হয়। আজ বিকাল ৪টায় চাল, ডাল, চিড়া, চিনি, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধ করন ট্যাবলেট বিতরন করা হয়। বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি। এসময় পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, পৌর কাউন্সিলর ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রিমন কুমার তালুকদার, গোবিন্দগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি সানোয়ার হোসেন আকন্দ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আজম সরকার, মহিলা কাউন্সিলর মারুফা বেগম, কলেজ ছাত্রলীগ যুগ্ম আহবায়ক ফরহাদ, তুলি আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি বিমান রায়, মৎস্য আড়ৎ-এর সভাপতি ছামেদ আলী প্রমুখ।