রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ আজ প্রবীণ সাংবাদিক এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হোসেইন-উজ- জামান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোক বাণীতে রাষ্ট্রপতি প্রবীণ এই সাংবাদিকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘হোসেইন-উজ- জামান চৌধুরীর মৃত্যুর ক্ষতি অপূরণীয় ……… দেশের সাংবাদিকতায় তার অবদানের কথা জনগণ স্মরণ রাখবে।’
হোসেইন-উজ- জামান চৌধুরীর হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত জটিলতার কারণে আজ খুব ভোরে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও একছেলে সহ বহু আত্মীঅয়স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।সূএ বাসস