![]()
শুটিং সেটে আহত হয়েছেন টম ক্রুজ। ‘মিশন ইম্পসিবল সিক্স’-এর সেটে এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় গোড়ালিতে চোট পেয়েছেন অভিনেতা টম ক্রুজ। এই চোটের কারণে টম ক্রুজের ছয় সপ্তাহ থেকে তিন মাস পর্যন্ত পেছাতে পারে ‘মিশন ইম্পসিবল সিক্স’ সিনেমাটির শুটিং।
ঘটনাটি সম্প্রতি লন্ডনে সিনেমাটির শুটিং চলাকালে এক বিল্ডিঙের ছাদ থেকে অন্য বিল্ডিঙে লাফ দিয়ে যাওয়ার সময় পড়ে যান ক্রুজ। সেই মুহূর্তে ক্রুজের চোট গুরুতর মনে না হলেও পরে জানা যায় ক্রুজের পায়ের গোড়ালি
ভেঙে গেছে ওই লাফ দেওয়ার সময়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ক্রুজের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় পড়ে যাওয়ার পরেও হাঁচড়ে পাঁচড়ে ভবনের দেয়াল বেয়ে উঠছেন তিনি। তারপর খোঁড়াতে খোঁড়াতে নিকটবর্টতী সাহায্যকারীদের কাছে যান। পরে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।
এখন ক্রুজের সুস্থতার উপরই নির্ভর করবে কতদিনের জন্য ‘মিশন ইম্পসিবল সিক্স’-এর শুটিং বন্ধ থাকবে। প্রকাশিত এক বিবৃতিতে নির্দিষ্ট সময়েই সিনামার নির্মাণকাজ শেষ করার ঘোষণা দিয়েছেন সিনেমার প্রযোজনা সংস্থা প্যারামাউন্ট পিকচার্স অবশ্য।
এছাড়াও বলেছেন, ‘এমআইসিক্স’-এর শুটিং চলার সময়ে স্টান্ট পারফর্মে তার পায়ের গোড়ালি ভেঙে গেছে। ছবির বাকী অংশের নির্মাণকাজ টম ক্রুজের সুস্থ হয়ে উঠার ওঠার মধ্যেই হবে। আশা করছি আগামী ২০১৮’র ২৭ জুলাইতেই ‘মিশন ইম্পসিবল সিক্স’ সিনেমাটির মুক্তি দিতে পারবো আমরা। ”