খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বন্যার পানিতে ডুবে দশম শ্রেণীর ছাত্রী স্মৃতি আকতার (১৫) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কিশোরগাড়ী গ্রামের ভেগীপাড়ায় এ ঘটনা ঘটে। অত্র ইউনিয়নের কিশোরগাড়ী গ্রামের সাইদার রহমান সাইদের কন্যা স্মৃতি বাড়ী পাশে সুলতানপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন বন্যার পানিতে দেখতে ছোট ভাই হাবিবকে নিয়ে যায়।
এ সময় ছোট ভাই হাবিব বন্যার পানির শ্রোতে পরে যায়। স্মৃতি পানিতে ঝাপিয়ে ছোট ভাই হাবিবকে বাঁচানোর চেষ্টা করলে ছোট ভাই বোনের গলা জড়িয়ে ধরলে পানিতে দু’জনই ডুবে যায়। এক পর্যায়ে ছোট ভাই হাবিবকে বাঁচাতে নিজেই ডুবে গিয়ে মারা যায়।
এলাকাবাসী টের পেয়ে স্মৃতিকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে। সে সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের একজন নিয়মিত দশম শ্রেণীর ছাত্রী। এতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।