গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাতটি উপজেলাই বন্যা কবলিত হয়ে পড়েছে। এসব উপজেলায় ২৫৮টি প্রাথমিক বিদ্যালয় জলমগ্ন হয়ে পড়ায় লেখাপড়া বন্ধ হয়ে গেছে। ফলে অন্যান্য বিদ্যালয়ের লেখাপড়া চললেও বন্যা কবলিত বিদ্যালয়গুলোর জন্য আগামী ১৯ আগষ্ট অনুষ্ঠিতব্য দ্বিতীয় সাময়িক পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে, বন্যা পরিস্থিতির উন্নতি হলে স্থগিত পরীক্ষা গ্রহণ করা হবে।