‘সরকার, সংসদ ও বিচার বিভাগের মধ্যে যে লড়াই শুরু হয়েছে তা শুভ লক্ষণ নয়। এই লড়াই অবৈধ কোনো সরকারের ক্ষমতায় আসার প্রেক্ষাপট তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি আয়োজিত ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায়: অনাকাঙ্খিত বিতর্ক ও বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশঙ্কার কথা বলেন।
বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, যারা এই রায় পছন্দ করেন নাই তাদের উচিত সংসদে কথা বলা। বিচার বিভাগের বিপক্ষে লড়াই কখনো কাম্য নয়। অসাংবিধানিক সরকার আসলে কে দায়ী থাকবে?’
ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সরকারের মন্ত্রীদের অবস্থান ও বক্তব্যে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘রায় নিয়ে সরকারপক্ষের সমালোচনা অনভিপ্রেত। রায় নিয়ে একের পর এক মন্ত্রীদের তুফানের বেগে দেয়া বক্তব্য আদালত অবমাননা কি না তা আদালতের বিবেচনার বিষয়। এটা ভবিষ্যতে আরো খারাপ কিছু হতে পারে।’
গোলটেবিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ। লিখিত মূল বক্তব্য দেন জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আ স ম আব্দুর রব।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায় দিয়ে বিচারকরা অন্ধকার এই দেশে সত্যের আলো জ্বালিয়েছেন। কিসের বলে তারা এই আলো জ্বালিয়েছেন তা ভাবার বিষয়। সত্য কথায় শাসকদের মস্তিস্ক বিকৃত হয়। প্রধানমন্ত্রী এই রায় নিয়ে একটু একটু করে পিছাচ্ছেন কি না?