গাইবান্ধা প্রতিনিধিঃ বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে জাতির জনকের মুরাল প্রতিকৃতিতে পুষ্প স্তাবক আলোচনা সভা ও মিলাদ মহাফিলের কর্মসূচী পালন করা হয় প্রফেসর কলোনীর নিজস্ব কার্যালয়ে।
গাইবান্ধা জেলা কমিটির সভাপতি মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সমিতির গাইবান্ধা জেলা শাখার সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি তবিবর রহমান, সাদুল্যাপুর উপজেলা শাখার সভাপতি জি.এম কামাল পাশা, পলাশবাড়ি উপজেলা শাখার সভাপতি মোঃ আঃ রশিদ রানু মিয়া, সুন্দরগঞ্জ উপজেলার সভাপতি মোঃ তৌহিদুর রহমান তৌহিদ এছাড়া শিক্ষক আব্দুল কাদের, আব্দুল মতিন, আব্দুল গফুর, ইসমাইল হোসেন, আবু সাইদ প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা জাতীর জনকের স্মরনে এক মিনিট নিরবতা পালন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবের তার কর্মকান্ডের উপর বক্তারা স্মৃতিচরণ করেন এবং জাতীর পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষক সমিতির দাবি দ্রুত বেতন ভাতা বৃৃদ্ধি এবং সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয় করণ ঘোষনা করার দাবি জানান। আলোচনা শেষে জাতীর জনকের শাহাদৎ বার্ষিকি ও জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে সমিতির কার্যালয়ে মিলাদ মহাফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরন করা হয়।