গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে হামিদা বেগম (৪৫) নামের এক গৃহবধুর রহস্য জনক মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জণ।
গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটেছে । তিনি ওই গ্রামের আজাহার মিয়ার স্ত্রী বলে জানা গেছে।
নিহতের পরিবার জানায়, গত মঙ্গলবার রাত ৮ টার দিকে হামিদা বেগম অসুস্থ্য হয়ে পড়লে তাকে প্রথমে মহিমাগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্য্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখান থেকে ডাক্তার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্রে পাঠায়। কিন্তু জরুরী বিভাগের ডাক্তার তার শারিরীক অবস্থা পর্যবেক্ষন করে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে প্রেরন করে। তবে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মোকামতলায় সে মারা যায়। তারা আরো বলেন নিহতের স্বামী হামিদার উপর নির্মম ভাবে শারিরীক নির্যাতন চালায়। একারনে সে অসুস্থ্য হয়ে পড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তবে নিহতের স্বামীর পরিবার বলছে ভিন্ন কথা। হামিদা অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। এঘটনায় নিহতের স্বামী আজাহার বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি ইউ’ডি মামলা দায়ের করেছে। তবে আজাহার আলী বর্তমানে পালাতক রয়েছে বলে জানা গেছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান পিপিএম ঘটনা নিশ্চিত করে জানান, হামিদা বেগমের লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সিভিল সার্জনের মর্গে প্রেরণ করেছে। ময়না তদন্তের রির্পোট হাতে পেলে বোঝা যাবে হত্যা না আত্মহত্যা।