গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে হু হু করে পানি বৃদ্ধি পাওয়ায় গাইবান্ধায় গোবিন্দগঞ্জের বেন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘন্টায় করতোয়া নদীর কাটাখালী পয়েন্টে বিপদসীমার ৪০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে ডুবে রিয়ামনি নামের এক শিশুর মৃত্যু হয়েছে। করতোয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের হাতিয়াদহ বিশ্বনাথপুর পয়েন্টে ভেঙে যাওয়ায় ওই এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দরবস্ত ইউনিয়নের ২৫ গ্রামের বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এছাড়াও পৌর এলাকা সহ উপজেলার, দরবস্ত, সাপমারা, কাটাবাড়ী, রাখাল বুরুজ, তালুককানুপুর, মহিমাগঞ্জ, গুমানীগঞ্জ, ফুলবাড়ী, হরিরামপুর নাকাইহাট ইউনিয়ন বন্যা কবলিত হয়ে প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। ইতোমধ্যে এই উপজেলা জন্য ৩৫ মেট্রিকটন চাল ও ১ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে বিভিন্ন স্থানে চাল, চিড়া, লবন চিনি বন্যা কবলিত মানুষের মাঝে বিতরণ করেন। এসময় গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকার, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান সরকার, প্রকল্প বাস্তবাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লাতিফ প্রধান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আবু রুশদ মোঃ শরিফুল ইসলাম জর্জ উপস্থিত ছিলেন।