গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুরে মঙ্গলবার ১৫ আগষ্ট যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর শোক র্যালি বের করা হয়। পরে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে ইউএনও রহিমা খাতুনের সভাপত্বিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা-০৩ ( সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ ইউনুস আলী সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুজোহা প্রামানিক রাঙ্গা, ওসি ফরহাদ ইমরুল কায়েস, সাদুল্লাপুর গার্লস ডিগ্রী কলেজের অধ্যক্ষ শফিউল আলম, জাসদের সভাপতি হাফিজার রহমান বাদল, নাগরিক কমিটির আহ্বায়ক এবিএম হান্নান মন্ডল পিন্টু, ডিগ্রী কলেজের প্রভাষক মাহমুদুল হক মিলন, প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান ফারুক, ওর্য়াকাস পার্টির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমূখ।
শেষে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য ডাঃ মোঃ ইউনুস আলী সরকার।