খবরবাড়ি ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল কালো ব্যাচ ধারন, র্যালি ও আলোচনা সভা। এ উপলক্ষে এক বর্ণাঢ্য শোক র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় সাব-রেজিষ্ট্রি অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সভায় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, সাবেক এমপি ও সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, মতলুবর রহমান নান্নু, শহিদুল ইসলাম বাদশা, অধ্যক্ষ সাইফুলার রহমান চৌধুরী তোতা, আলী রেজা মোস্তফা গোলাপ, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান সরকার, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দোয়া পরিচালনা করেন, কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মোস্তাফিজার রহমান রাজা।