সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। সোমবার বাংলাদেশ পুজা উদযাপন কমিটি সুন্দরগঞ্জ শাখা ও হিন্দু কল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত সুন্দরগঞ্জ বাজার কেন্দ্রীয় মন্দির চত্বরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে এক আলোচনা সভা উপজেলা পুজা উদ্যাপন কমিটির সভাপতি প্রভাষক নিমাই চন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন-জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, ইউএনও এসএম গোলাম কিবরিয়া, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সুন্দরগঞ্জ পুজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক ডা. বিশ্বজিৎ বর্মন, ভালোবাসি সুন্দরগঞ্জ সংগঠনের সভাপতি রেজাউল আলম রেজা প্রমুখ। আলোচনা পূর্বে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।