গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভায় সভাপতিত্ব করেন ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান। সভায় বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়, উপজেলা ভাইস-চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রাশেদা বেগম, ফুলছড়ি থানার ওসি আশরাফুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোতাহার হোসেন, উপজেলা প্রকৌশলী একেএম আখতারুল আহসান, উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান, ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, উদাখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, উড়িয়া ইউপি চেয়ারম্যান মহাতাব উদ্দিন, গজারিয়া ইউপি চেয়ারম্যান শামছুল আলম, এরেন্ডাবাড়ি ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক শাহ আলম যাদু প্রমুখ। সভায় বন্যা কবলিত লোকজনকে নিরাপদ আশ্রয় ও তাদের পাশে থেকে যার যার অবস্থান থেকে সহযোগিতা করা এবং বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী সঠিকভাবে বিতরণের সিদ্ধান্ত গ্রহন করা হয়।