গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ১নং রেলগেট এলাকার বন্ধু সংসদের আয়োজনে রক্তদান কর্মসূচী পালিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
বন্ধু সংসদের সভাপতি তরিকুল ইসলাম তনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও পৌর মেয়র এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সহ দপ্তর সম্পাদক ও বন্ধু সংসদের সহ সভাপতি মাসুদ রানা, সদর থানা অফিসার ইনচার্জ শাহরিয়ার খান, জেলা যুবলীগের সভাপতি সরদার শহীদ হাসান লোটন, বন্ধু সংসদের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ সুজন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবলীগের সহ-সভাপতি ফজলে আনোয়ার সজল। এসময় বন্ধু সংসদের সদস্যরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।