
ঠাকুরগাঁও সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক দম্পতির মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গড়েয়া ইউনিয়নের পশ্চিম মিলনপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মর্তুজা। এরা হলেন পশ্চিম মিলনপুর গ্রামের নজরুল ইসলাম খোকন (৪০) ও তার স্ত্রী শিউলী বেগম (৩২)।
পরিবারের বরাত দিয়ে এসআই গোলাম মর্তুজা জানান, নজরুল বাড়িতে নতুন রান্না ঘর তৈরি করেছেন। সন্ধ্যায় ওই রান্না ঘরে বাতি জ্বালানোর জন্য
সুইচ চাপতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন শিউলী।
“এসময় তাকে বাঁচাতে গেলে নজরুলও বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ”
খবর পেয়ে পুলিশ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে সুরতহালের পর ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।