গাইবান্ধা প্রতিনিধিঃ ষোড়শ সংশোধনী নিয়ে প্রধান বিচারপতির রায়ে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও সংসদকে নিয়ে আপত্তিকর বর্ণনা দেয়ার প্রতিবাদে রোববার দুপুরে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
পিপি অ্যাড. শফিকুর রহমান শফির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাড. আহসানুল করিম লাছু, ওবায়দুর রহমান, সিদ্দিকুল ইসলাম রিপু, সুলতান আলী মন্ডল, আনিছুর রহমান, জিএসএম আলমগীর প্রমুখ। আগামী ১৬ ও ১৭ আগস্ট জেলা বার চত্বরে প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হবে।