সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ বাজার থেকে অপহৃত শচিন চন্দ্র সরকারকে ৬দিন পর উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিত্বে শনিবার রাতে উপজেলার ফোরকানিয়া বাজার সংলগ্ন এলাকা থেকে পুলিশ শচিনকে উদ্ধার করে। শচিন উপজেলার তারাপুর গ্রামের যতীন্দ্র নাথ সরকারের ছেলে।
সুন্দরগঞ্জ থানা পুলিশ জানায়, ব্যবসায়িক লেনদেনের জের ধরে গত ৮আগষ্ট শোভাগঞ্জ বাজার থেকে তাকে অপহরণ করে ছাপড়হাটীর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নানের ছেলে মিজানুর রহমান, মাহাবুর রহমান ও সেতুসহ কয়েকজন। পরে মোবাইল ফোনে তার পরিবারের কাছে থেকে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে অপহরনকারিরা। এনিয়ে শচিনের স্ত্রী হাসি রানী সরকার শনিবার রাতে বাদি হয়ে ৬ জনকে আসামি করে থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। ওই মামলায় পুলিশ ইউপি সদস্য আব্দুল মান্নানকে গ্রেফতার করেছে। পরে গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ শচীনের অবস্থান নিশ্চিত হওয়ার পর শনিবার রাতে ফোরকানিয়া বাজার সংলগ্ন একটি ফাঁকা স্থান থেকে তাকে উদ্ধার করে। অপহরণকারিরা পুলিশ আসার বিষয়টি জানার পর সটকে পড়ে।