গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা পুলিশের সাথে মোটর মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা শনিবার পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা জেলা পুলিশ সুপার ম মাশরুকুর রহমান খালেদ বিপিএম সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা সামনে রেখে পরিবহনে চাঁদা আদায় বন্ধ, অতিরিক্ত যাত্রী বহন, ঝুকিপুর্ণ যানবাহনে কোরবানী পশু বহন নিষিদ্ধসহ রাস্তায় যানযট নিরসন কল্পে মোটর মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের আহবান জানান। মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আব্দুল্লাহ আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেইনিং সেন্টার), সিনিয়র সহকারী পুলিশ সুপার সি-সার্কেল রেজিনুর রহমানসহ জেলার সকল থানা অফিসার ইনচার্জ ছাড়াও গাইবান্ধা জেলার বিভিন্ন মোটর মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।