জাতীয় দলের হয়ে শ্রীলঙ্কা সফরে থাকার সময়ই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। আবাহনী লিমিটেড ছেড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডে যোগ দিচ্ছেন তামিম ইকবাল। সোমবার আনুষ্ঠানিকভাবে সাদা-কালোর শিবিরে নাম লিখিয়েছেন জাতীয় দলের এই ড্যাশিং ওপেনার।
একই দিনে জাতীয় দলের আরেক ওপেনার সৌম্য সরকার যোগ দিয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে।
অবশ্য এবার বেশ শক্তিশালী দল গঠন করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। মাশরাফি-মুশফিকদের সঙ্গে তারা দলে নিয়েছে ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক পারফর্মার নাঈম ইসলাম ও মোহাম্মদ শরিফের মতো ক্রিকেটারদের। বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারও রয়েছেন দলটিতে।
আগামী ১২ এপ্রিল শুরু হচ্ছে এই্ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ। প্রথম দিনেই মাঠে নামবে মাশরাফি-মুশফিকের রূপগঞ্জ।
মোহামেডান দল : তামিম ইকবাল, রকিবুল হাসান, রনি তালুকদার, শামসুর রহমান শুভ, সাজেদুল ইসলাম, এবাদত হোসেন, জুবায়ের হোসেন লিখন, তাইজুল ইসলাম ও শুভাশীষ রায়।