
রাজধানীর জুরাইনের পোস্তগোলায় দুর্বৃত্তের সঙ্গে গোলাগুলিতে ডিবি পুলিশের এসি রাহুল পাটোয়ারি ও একজন সোর্স গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাতে এ ঘটনা ঘটেছে।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, পোস্তগোলায় নগর স্বাস্থ্যকেন্দ্রের সামনে রাহুল পাটোয়ারি গুলিবিদ্ধ হয়েছেন বলে তারা জানতে পেরেছেন। এছাড়াও একজন ডিবির সোর্স গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, সেখানে দুটি গুলির শব্দ শোনা গেছে। তবে কীভাবে, কার গুলিতে তারা আহত হয়েছেন তা এখনো জানা যায়নি। গুলিবিদ্ধ এসি ও সোর্সকে প্রথমে স্থানীয় সিটি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, সহকারী কমিশনার রাহুল পাটোয়ারি সেখানে অভিযানে গিয়েছিলেন কি না সে তথ্য তার জানা নেই। ধারণা করা হচ্ছে অভিযানে গিয়ে থাকতে পারেন।