বাংলাদেশ প্রেস কাউন্সিল মনোনীত সদস্যগনকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউট সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নেতৃবৃন্দ। সাংবাদিক কল্যান ট্রাস্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি প্রিন্সিপাল মুহাম্মদ আবু হানিফ খান ও মহাসচিব নুরুজ্জামান প্রধান এক যৌথ বিবৃতিতে এ অভিনন্দন জানান। বাংলাদেশ প্রেস কাউন্সিলের মনোনীত সম্মনিত সদস্যগণ হলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বিএফইউজের নির্বাহী কমিটির সদস্য স্বপন দাশ গুপ্ত, বিএফইউজের নির্বাহী কমিটির সদস্য মফিদা আক্তার, সম্পাদক পরিষদ সভাপতি ও দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, দি ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহাফুজ আনাম, দি নিউজ টু ডের সম্পাদক ও প্রকাশক রিয়াজ উদ্দিন আহমেদ, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সদস্য প্রফেসর ড. এম শাহ নওয়াজ আলী, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট জেডআই খান পান্না, সংসদ সদস্য একেএম রহমতুল্লাহ ও সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ। গত ৬ আগস্ট তথ্য মন্ত্রণালয় থেকে এই মর্মে প্রজ্ঞাপন জারি করে। অভিনন্দন বার্তায় সাংবাদিক কল্যাণ ট্রোস্ট নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, প্রেস কাউন্সিলের গঠিত নতুন কমিটি বাংলাদেশ প্রেস কাউন্সিল হতে সাংবাদিকদের নিবন্ধন সনদ প্রদানসহ সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ মিডিয়া ইনস্টিউট সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ঘোষিত সাত দফা দাবী বাস্তবায়নে অবদান রাখবেন। (খবর বিজ্ঞপ্তি)