ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে শুক্রবার এক সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত এবং ১০জন আহত হয়েছে। পুলিশ সিনহুয়াকে একথা জানায়।
পুলিশের উর্দ্ধতন এক কর্মকর্তা জানান, আজ সকালে আগ্রা শহরের পাথাওলির কাছাকাছি দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, দুর্ঘটনার পর বাসের মধ্য থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয় এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার পর বাস দু’টির চালক পালিয়ে যায়।
চালকের অদক্ষতা, রাস্তা ও যানবাহনের নিয়ন্ত্রণহীনতার কারণে ভারতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।সূত্র- বাসস