
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূণাঙ্গ রায় দেশের সুশাসন ও গণতন্ত্রের জন্য আশার আলো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহষ্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিচারপতি খায়রুল হক ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি বিচার বিভাগের স্বাধীনতা ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এটা আদালত অবমাননার শামিল।
তিনি প্রশ্ন তুলে বলেন, বিচারপতি খায়রুল হক ত্রয়োদশ সংশোধনীর সংক্ষিপ্ত রায়ে দুই মেয়াদের জন্য তত্ত্বাবধায়ক সরকার থাকা উচিৎ বলে প্রকাশ করেছিলেন। পরর্তীতে কার ইঙ্গিতে, কী উদ্দেশ্যে ষোলো মাস পর পূর্ণাঙ্গ রায়ে সে অবস্থান থেকে সরে গেলেন?’