
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ডান চোখে অস্ত্রোপচার করা হয়েছে। ৮ আগস্ট লন্ডনের মাইনহেড হাসপাতালে তার ডান চোখে সফল অস্ত্রোপচার করা হয়।
বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এতথ্য জানিয়েছেন।
শায়রুল কবির জানান, তার অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা জানিয়েছেন, এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
গত ১৫ জুলাই চোখ ও পায়ের চিকিৎসা করাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন যান। সেখানে বড় ছেলে তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান, তারেকের মেয়ে জাইমা রহমান ছাড়াও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শার্মিলা রহমান, দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানও আছেন।
এর আগে সর্বশেষ ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডন গিয়ে খালেদা জিয়া প্রায় দুই মাস ছিলেন।