1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০ পেয়ারা বাগানের সাথে শত্রুতা অজ্ঞাত দুর্বৃত্ত কর্তৃক পলাশবাড়ীতে পেয়ারা গাছ ভাঙচুর : ব্যাপক ক্ষতি মাদকবাহী নৌকায় হামলায় নিহত ৮ ২০২৫ সালে বিশ্বব্যাপী ১২৮ সাংবাদিক নিহত : আইএফজে পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে : তারেক রহমান ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ কার্যকর, ই-সিগারেটসহ সব উদীয়মান তামাকপণ্য নিষিদ্ধ পলাশবাড়ীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বই বিতরণ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে শোক প্রকাশ ও দো’আ মাহফিল গাইবান্ধায় প্রথম আলো বন্ধুসভার নতুন কমিটির নেতৃত্বে মেহেদী ও নিফাউল নাগরিক উদ্যোগ মিডিয়া ফেলোশিপ পেলেন সময়ের আলোর কায়সার রহমান রোমেল

আরো ২ হজ ফ্লাইট বাতিল, শঙ্কা বাড়ছে হজযাত্রীদের

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭
  • ৩৭ বার পড়া হয়েছে

হজ ফ্লাইট শুরু হওয়ার ১৭তম দিনে আরো দুটি ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ভিসা জটিলতায় যাত্রী সংকটের কারণে এই দুটি হজ ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

বৃহষ্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ এ তথ্য নিশ্চিত করে বলেছেন, যাত্রী সঙ্কটের কারণে আজো আমরা দুটি ফ্লাইট বাতিল করেছি।

এর আগে বুধবার ভোর ৫টার (বিজি-৫০৪৫) ও বিকেল ৪টা ৩৫ মিনিটের (বিজি-৩০৫৩) ফ্লাইট দুটি বাতিল ঘোষণা করা হয়। এ ছাড়াও মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের (বিজি ১০৫১) ফ্লাইটটি বাতিল হয়েছিল। গত ৪ আগস্টের যে দু’টি ফ্লাইট স্থগিত ঘোষণা ছিল সেগুলোও বাতিল হয়েছে।

এদিকে ভিসা জটিলতায় হজযাত্রীদের মধ্যে বেড়েছে শঙ্কা তারা আদৌ হজে যেতে পারবেন কিনা এ নিয়ে শঙ্কা যেনো কাটছে না।

ঢাকার দনিয়া থেকে আসা হজযাত্রী রাশেদুল হাসান বলেছেন, তার হজযাত্রায় ব্যয় হচ্ছে প্রায় আড়াই লাখ টাকার মতো। আর সাথে নিয়ে যাবেন সত্তর হাজার টাকার মতো। এই টাকা জোগাড় করা সহজ ছিল না। কঠিন ছিল আমার জন্য। অনেক বছর ধরে আমি টাকা জমাচ্ছিলাম। মানুষ ফ্ল্যাট কেনার জন্য টাকা জমায়। আমি হজের জন্য জমাইছি। আমার ইনকাম থেকে প্রতি মাসে এক-দুই হাজার করে টাকা জমিয়েছি। এখন যদি কোনো কারণে বিড়ম্বনায় পড়ি তাহলে কি হবে।

এর আগে ৫ আগস্ট শনিবার সকাল ৮টা ৫৫ মিনিটের (বিজি-১০৩৭) ও ৩ আগস্ট ভোর ৫টা ২৫ মিনিটের (বিজি- ৩০৪১) ফ্লাইটি বাতিল করা হয়েছে। ২ আগস্ট ভোর ৩টা ২৫ মিনিটের (বিজি-৫০৩৩) ফ্লাইটটি বাতিল ঘোষণা করা হয়।

১ আগস্ট ভোর ৪টা ৫৫ মিনিটের (বিজি-৩০৩১), সকাল ৮টা ৫৫ মিনিটের (বিজি-৫০৩১), রাত ১১টা ৪৫ মিনিটের (বিজি-৩০৩৩), রাত ১২টা ৫৫ মিনিটের (বিজি- ৭০৩১), রাত ১টা ২৫ মিনিটের (বিজি- ১০৩১) এ ফ্লাইট চারটি বাতিল ঘোষণা করা হয়। ৩১ জুলাই সকাল ১০টা ২৫ মিনিটের (বিজি- ৩০২৯) হজ ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ৩০ জুলাই দুপুর ১২টা ৫৫ মিনিটের (বিজি- ১০২৭), রাত ১১টা ৫৫ মিনিটের (বিজি- ৫০২৭) হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। ২৯ জুলাই সকাল ৬টা ৫৫ মিনিটের (বিজি- ৫০২৩), বিকেল ৫টা ৫৫ মিনিটের (বিজি- ১০২৫) হজ ফ্লাইট বাতিল করা হয়। ২৬ জুলাই রাত ১১টা ২৫ মিনিটের (বিজি- ৫০১৭) হজ ফ্লাইট বাতিল করা হয়েছিল।

এ ছাড়া ২৮ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্সের দুটি হজ ফ্লাইট কম যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে রওনা দেয়।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট পৌঁছে ২৪ জুলাই। শেষ ফ্লাইট ২৮ আগস্ট। ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর ও শেষ ফিরতি ফ্লাইট ৫ অক্টোবর। এ বছর চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft