সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং আয়োজনে মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা বিষয়ে বিশেষ অবদান রাখায় অতিরিক্তি জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বুধবার বিকেলে ভালোবাসি সুন্দরগঞ্জ সংগঠনের পক্ষ থেকে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল আলম রেজা।
থানা ভবন চত্ত্বরে সম্মাননা ক্রেস্ট প্রদান কালে অন্যান্যদের মধ্যে থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, ভালোবাসি সুন্দরগঞ্জ সংগঠনের সদস্য মিজানুর রহমান লিটু, ডাঃ বিশ্বজিৎ বর্ম্মন, ছাইফুল ইসলাম ও শাহাবুল ইসলাম ছাড়াও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা, রাজনৈতিক নেতৃবৃন্দু, ইউপি সদস্যগণসহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার উপস্থিত ছিলেন।