
জামালপুরে একটি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চন্দ্রা লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
জামালপুর জিআরপি থানার ওসি নাসিরুল ইসলাম মজুমদার খবরের সত্যতা নিশ্চিত করেন।
নিহতরা হলেন, শহরের কম্পপুর এলাকার ছানোয়ার হোসেন, হোসেন আলী, আব্দুর রহিম, চন্দ্রা এলাকার মীর হোসেন ও সদর উপজেলার বাঁশচড়ার ইন্তাজ আলী।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তাদের জামালপুর সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি নাসিরুল বলেন, অরক্ষিত চন্দ্রা লেভেল ক্রসিং পার হওয়ার সময় জামালপুর থেকে দেওয়ানগঞ্জগামী একটি লোকাল ট্রেন অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন; আহত হন আরও ছয়জন।
পরে জামালপুর সদর হাসপাতালে একজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয় বলে জানান তিনি।
রাতে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল সাবরিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি নিহতের প্রত্যেক পরিবারের জন্য ১০ হাজার করে টাকা অনুদানের ঘোষণা দেন।