গাইবান্ধা প্রতিনিধিঃ ঘুষ, দুর্নীতি, লুটপাট, দখলদারিত্ব ও অর্থপাচার রুখে দাঁডাও শ্লোগাণকে সামনে রেখে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে বামপন্থীদের জোট সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বামমোর্চা। গতকাল বুধবার শহরের ডিবি রোডের বিজয়স্তম্ভের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ ও গণতান্ত্রিক বামমোর্চা ঘোষিত দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সিপিবির সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মঞ্জুরুল আলম মিঠু ও বজলুর রহমান,জেলা বাসদ (খালোকুজ্জামান) সমন্বয়ক গোলাম রব্বানী, মোস্তফা মনিরুজ্জামান প্রমূখ। বক্তারা বলেন দ্বি-দলীয় বৃত্তের বাইরে সিপিব-বাসদ ও গণতান্ত্রিক বামমোর্চার এই জোট আগামি দিনে রাজনীতিতে সুস্থধারা ফিরিয়ে আনার লক্ষে কাজ করে একটি বিকল্প রাজনীতির উত্থান ঘটাবে। বক্তারা দেশের রাজনীতিতে বর্তমানে লুটপাট,দুর্ণীতি ভোগবাদীতা, জঙ্গিবাদের নামে যে অপরাজনীতি চলছে তা থেকে দেশকে মুক্ত করতে দেশের সকল মানুষকে এই জোটে সামিল হওয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সডক প্রদক্ষিণ করে।