সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের গর্তে পড়ে এক শিশুর মৃতু হয়েছে। সোমবার বিকালে উপজেলার খামার পাঁচগাছি গ্রামে ঘটনাটি ঘটেছে।
স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, র্দীঘদিন থেকে ওই গ্রামের হাজি জব্বার মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক আংগুর রাস্তা সংলগ্ন আবাদি জমিতে অবৈধভাবে উত্তোলন করে বিক্রি করে আসছিল। সোমবার বিকালে বেশ কয়েকজন শিশু খেলাখেলার রিপন মিয়া(৬) বালু উত্তোলনের গর্তে পড়ে যায়। অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়।পরে স্থানীয় ডুবরি এচাহক আলী ১৫ ফিট নিচ থেকে শিশুটিকে মৃতু অবস্থায় উদ্ধার করে। রিপন ও গ্রামের মোনারুল ইসলামের একমাত্র সন্তান।এ ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিযা ইউনিয়ন তহশীলদারকে ঘটনাস্থল পাঠিয়ে দেন। তিনি জানান যেহেতু আংগুর আমাদেরকে না জানিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করেছে সেহেতু তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সোমবার রাতে থানার ওসি (তদন্ত) ওমর ফারক ঘটনাস্থল পরির্দশ করেছেন।