সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিশিষ্ট নাট্যচার্য সেলিম আল দীনের ১৮ আগষ্ট জন্মবার্ষিক উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে ‘ভোর হলো’ সুন্দরগঞ্জের আয়োজনে সংগঠনের সভাপতি উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা বেগম কাকলীর সভাপতিত্বে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আহসানুল করিম চাঁদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল মান্নান মন্ডল, লুৎফর রহমান মুক্তা প্রমুখ। আলোচনা শেষে চিত্রাংকন বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।