1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত গাইবান্ধায় নবাগত ডিসি মাসুদুর রহমান মোল্লা’র যোগদান গোবিন্দগঞ্জে নির্যাতিত ও ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবীতে বিক্ষোভ অর্থের অভাবে ধান কাটতে না পারা চার কৃষকের ৩ একর জমির ধান কেটে দিলেন লালমনিরহাট কৃষকদল ‎ পীরগঞ্জে হানি ট্র্যাপের ঘূর্ণাবর্তে প্রধান শিক্ষক স্বপন কুমার; অন্যদিকে রাসলীলা উপভোগে উন্মত্ত সহকারি শিক্ষক রামকৃষ্ণ রায়! পীরগঞ্জে খোলা পেট্রোল বিক্রি হচ্ছে এসি ল্যান্ড অফিসের সামনে! উদ্দীপনায় পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তারাগঞ্জে পুকুরের পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু গণঅভ্যুত্থান দমন মামলায় হাসিনা–কামালের মৃত্যুদণ্ড “পলাশবাড়ীতে জামায়াতের শোকরানা নামাজ আদায়” পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল ইউএনও’র নেতৃত্বে রাষ্ট্র্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আইসিসি ইভেন্টে ভারতকে বয়কটের পিসিবিকে পরামর্শ মিঁয়াদাদের

  • আপডেট হয়েছে : সোমবার, ৭ আগস্ট, ২০১৭
  • ২৭ বার পড়া হয়েছে

পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজি না হওয়ায় ভারতের বিপক্ষে কঠোর পদক্ষেপ নিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পরামর্শ দিয়েছেন সাবেক পাক কিংবদন্তী জাভেদ মিঁয়াদাদ। আইসিসি ইভেন্টে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে পিসিবির প্রতি আহবান জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই ব্যাটসম্যান।
তিনবার পাকিস্তান দলের কোচের দায়িত্ব পালন করা, ১২৪ টেস্ট খেলা বর্ষীয়ান মিঁয়াদাদ বলেন জাতীয় স্বার্থ ও গৌরবের বিষয়টি বিবেচনা করে ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্কের ব্যপারে পাকিস্তানের কঠোর সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে।
তিনি বলেন, ‘ভারতকে কঠোর ভাষায় জবাব দেয়ার এটাই সঠিক সময়। তারা দ্বিপাক্ষিক সম্পর্ক পুনস্থাপন করতে রাজি না হলে কোন ফর্মেটেই ভারতের বিপক্ষে খেলার কোন প্রয়োজন নেই বলে আমি মনে করছি। আমাদের উচিত আইসিসি ইভেন্টগুলোতেও তাদেরকে বয়কট করা।’
পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সিরিজ খেলা শুরু না করা পর্যন্ত এ বয়কট অব্যাহত রাখা উচিত জানিয়ে তিনি বলেন, ‘আমরা যদি আইসিসি ইভেন্টে ভারতকে বয়কট করি তাহলে আইসিসি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবে এবং তাদের ইভেন্ট তাৎপর্য ও রং হারাবে। কেবলমাত্র তখনই আমাদেরকে সম্মানের সাথে বিবেচনা করা হবে এবং যে কোন ফোরামে আমাদের সমান মর্যাদা প্রতিষ্ঠিত হবে।’
তিনি বলেন পাকিস্তান ক্রিকেটের প্রতি কি অবিচার হচ্ছে বিশ^ ক্রিকেট সম্প্রদায়ও তখন সেটা অনুধাবন করবে।
আইসসি নির্বাহী বোর্ডে ভারত ও পাকিস্তানের সম সংখ্যক সদস্য রয়েছে এবং অন্য সদস্যরা কেউই পাকিস্তানের প্রতি অবিচারের বিষয়টি মেনে নেয়নি।
‘বড়ে মিয়া’ খ্যাত মিঁয়াদাদের প্রশ্ন, ‘আইসিসি বোর্ড যদি ভারতের মনোভাব পরিবর্তনে সক্ষম না হয় তাহলে আইসিসি ইভেন্টে আমরা খেলব সেটা কিভাবে তারা আশা করে।’
আইসিসির কাছে ক্ষতিপুরন দাবীর মামলায় পিসিবির কেবল অর্থেরই অপচয় হবে বলে মনে করছেন মিঁয়াদাদ। তিনি বলেন, ‘ভারত প্রভাবশালী এবং আইসসিতে শক্তিশালী অবস্থানে থাকায় কেউই আমাদের কথা শুনবেনা। তারচেয়ে বরং এই একশ বা দেড়শ কোটি রূপি আমাদের অভ্যন্তরীন অবকাঠামোতে খরচ করলে সেটা কাজে আসত।’
পাকিস্তানের নড়বড়ে অবস্থান ও ২০১২ সালে ভারত সফরে সংক্ষিপ্ত সিরিজ খেলার ভুল সিদ্ধান্তের পুরো সুবিধা নিয়েছে ভারতীয়রা। তিনি বলেন, ‘আমরা এটাকে (২০১২ সফর) সৌজন্যবোধ হিসেবে নিয়েছিলাম। কিন্তু তারা এটাকে সুবিধা হিসেবে নিয়েছে এবং লক্ষ লক্ষ রূপি আয় করেছে, বিনিময়ে আমরা কিছুই পাইনি। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে শক্ত নীতি গ্রহণে ব্যথতার ফলে অনেক সময়ই আমাদেরকে অসম্মান হতে হয়েছে।’
দেশের গৌরব ও সম্মানকে প্রাধান্য দিতে হবে এবং ভারত কোন সিরিজ খেলতে রাজি না হওয়া পর্যন্ত পাকিস্তানের উচিত হবেনা তাদের বিপক্ষে খেলা। সবশেষে মিঁয়াদাদ বলেন, ‘তাদেরকে আইসিসি ইভেন্টে বয়কট করুন। একটা পদক্ষেপ নিন এবং দেখুন কি হয়। আমাদের হারানোর কিছু নেই।’ সূত্রঃ বাসস

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft