গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার আব্দুল হান্নান মহাদয় বদলি জনিত কারণে অন্যত্র বদলি হওয়ায় উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের পক্ষ থেকে এক বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশন হলরুমে সোমবার দুপুরে এ উপলক্ষে এক বিদায়ী অনুষ্ঠানের আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের সফল ৩ বারের চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামীলীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সম্পাদক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-০৪,গোবিন্দগঞ্জ-৩২, আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আব্দুল লতিফ প্রধান। চেয়াম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ-এর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাখালবুরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন, নাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি সৈয়দ শরিফুল ইসলাম রতনসহ আরো অন্যান্যনো ইউনিয়নের পরিষদের চেয়ারম্যানগণ। এসময় বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হান্নান বলেন, জনপ্রতিনিধিদের জনগনের কাতারে থেকে নিজ নিজ ভাবে দায়িত্ব পালন করার উল্লেখ করেন। এছাড়া তিনি এ উপজেলার সর্বস্তরের মানুষের যে ভালবাসা পেয়েছেন তা’কোন ভোলার নয়। তাই সকলের নিকট দোয়া চেয়েছেন।