গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটাবাড়ীতে রাস্তা এইচ বি বি করণের উদ্ভোধন করেছেন।
সোমবার সকাল ১১টায় উপজেলার কাটাবাড়ী বাগদাবাজার এলাকায় মাহমুদবাগ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় রাস্তা ১ লক্ষ, ১৫হাজার, ৫শত টাকা ব্যয়ে দৈঘ ১৮০ ফুট রাস্তা এইচবিবি করনে ইউনিয়ন পরিষদ, গ্রামবাসী, পিআরডিপি-৩ প্রকল্প বিআর ডিবি’র অংশীদারিত্ব করছেন।
রাস্তা টি উদ্ভোধন করেন চেয়ারম্যান রেজাউল করিম রফিক। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ, ইউপি সদস্য সৈয়দ আলতাব হোসেন, ইউপি সদস্য শফিকুল ইসলাম তালুকদার, গ্রামবাসী ও মাহমুদবাগ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় শিক্ষকবৃন্দ।