গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নে আলহাজ্ব শাহজাহান অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের আয়োজনে থেরাপি ভ্যান সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কাটাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রফিক। সোমবার সকাল ১০ টার সময় এ উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মেহেদী হাসান, চাঁদ পাড়া হাইস্কুলের সাবেক মৌলভী শিক্ষক আলহাজ্ব মাওলানা মতিউর রহমান, আলহাজ্ব ডা. তোফাজ্জল হোসেন, সাবেক উপসহকারী কৃষি কর্মকর্তা আলহাজ্ব ইদ্রিস আলী, আলহাজ্ব শাহজাহান আলী, অনুভব অটিজম বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, মাহমুদ বাগ হাইস্কুলের সহকারী শিক্ষক নজরুল ইসলাম, আলহাজ্ব শাহজাহান আলী বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।