গাইবান্ধা প্রতিনিধিঃ একাত্তরের মুক্তিযোদ্ধা ১১নং সেক্টরের কোম্পানী কমান্ডার মুক্তিযোদ্ধা খন্দকার রোস্তম আলীর ৪১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল রোববার সাঘাটা উপজেলা জাসদ ছাত্রলীগের উদ্যোগে বোনারপাড়া জাসদ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডাঃ মো. একরাম হোসেন। এর আগে একটি শোক র্যালী বের করা হয়।
সাঘাটা উপজেলা জাসদ ছাত্রলীগের সহ-সভাপতি ও জেলা জাসদ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক মমিনুল ইসলাম মমিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসদের সহ-সভাপতি ও সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, সাঘাটা উপজেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট শাহ জামিল, উপজেলা সাধারণ সম্পাদক ও জুমারবাড়ি ইউপি চেয়ারম্যান রোস্তম আলী আকন্দ, উপজেলা জাসদ সহ-সভাপতি আল এমরান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহা আলম, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন আমির, উপজেলা জাসদ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. দুখু মিয়া, সাঘাটা উপজেলা যুবজোট সভাপতি আজাহার আলী সরকার, জেলা জাসদ ছাত্রলীগ সদস্য শরিফুল ইসলাম, আতিকুর রহমান প্রমুখ।