সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার এক গরু ব্যাবসায়ীকে মারপিঠ করে টাকা ছিনতাই করে নেয়ার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার শোভাগঞ্জ বাজারের ব্রিজের পূর্ব পাশে^ এ ঘটনা ঘটে। আহত গরু ব্যাবসায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
থানা পুলিশ ও স্থানীয়দের নিকট থেকে প্রতি দিনের ন্যায় শান্তিরাম গ্রামের মোজাহার আলীর ছেলে আনজু মিয়া গরু কেনা কাটা করার জন্য বাড়ি হতে আটোযোগে শোভাগঞ্জ যাচ্ছিল । পথিমধ্যে শোভাগঞ্জ ব্রিজের পূর্ব পার্শ্বে আটোবাইক থামিয়ে শান্তিরাম গ্রামের ফয়জার মিয়ার ছেলে সাইফুল ইসলামসহ আরও তিনজন আনজু মিয়াকে নামিয়ে মারপিঠ করে এবং তার কাছে থাকা ১ লাখ ৯০ হাজার টাকা ছিনতাই করে নেয়। পরে আহত অবস্থায় আনজুকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করায়। এনিয়ে থানায় মামলা হয়েছে। থানার ওসি আতিয়ার রহমান জানান তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।