
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে আজ ঢাকা ত্যাগ করেছেন।
রাষ্ট্রপতিকে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট দুপুর ১টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নুল আবেদীন বাসসকে বলেন, ‘মাউন্ট এলিজাবেথ হসপিটালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা এবং সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে চোখের চিকিৎসা করানোর কথা রয়েছে।
অর্থমন্ত্রী এ এম এ মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কূটনৈতিক কোরের ডীনগণ, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধানগণ, সচিবগণ, মহাপুলিশ পরিদর্শক এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিমান বন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
আগামী ১২ আগস্ট রাষ্ট্রপতি দেশে ফিরবেন।