সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগ স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে। আজ রবিবার উপজেলা চত্বরে এক ঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ছাত্রলীগ উপজেলা শাখার সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম রানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম মন্ডল ফরাদ, সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক আবু রেজা প্রমুখ। মানববন্ধন পূর্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলা শহর প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধু খুনিদের ফিরিয়ে আনার দাবীতে ইউএনওর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।