গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার বারকোনায় বিদেশে লোক পাঠানোর নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানাগেছে, উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামের নয়া মিয়ার পুত্র আদম ব্যবসায়ী ফারুক ও রানা সহোদর দুই ভাই সিংগাপুর থাকার সুবাদে তার পিতা নয়া মিয়া ও মাইদুলকে দিয়ে এলাকা থেকে সিংগাপুর পাঠানোর কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। বারকোনা গ্রামের ফকির মিয়ার পুত্র ইছাহাক আলীকে ৫বৎসরের ভিসায় সিংগাপুর পাঠানোর কথা বলে নয়া মিয়া প্রায় ৬লক্ষ টাকা হাতিয়ে নেয়। প্রতারণা করে ইছাহাককে জাল ভিসায় সিংগাপুরে পাঠানোর চেষ্টা করলে ঢাকা বিমান বন্দরে আটকা পড়ে। সেখান থেকে ইছাহাক কৌশলে বাড়ীতে চলে আসে। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদে উপায়ন্তর না পেয়ে অভিযোগ দাখিল করেন ইছাহাক। অভিযোগের প্রেক্ষিতে নয়া মিয়া টাকা ফেরত দেওয়ার স্বীকার করলেও বিভিন্ন তাল বাহনা করতে থাকে। টাকা ফেরত না পেয়ে ইছাহাক আলী গত শুক্রবার বারকোনা বাজারে নয়া মিয়া আসলে তাকে আটকে পাওনা টাকা পরিশোধ করতে বলে। এ ঘটনায় প্রতারক আদম ব্যবসায়ী ফারুক ও রানা তার পিতাকে রক্ষা করতে সাঘাটা থানায় মিথ্যা অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে সাঘাটা থানা পুলিশ ওই দিন রাতে নয়া মিয়াকে উদ্দার করে। এ ঘটনায় ইছাহাকের পিতা ফকির মিয়া জানান, প্রতারক আদম ব্যাপারী ফারুক ও রানার নির্দেশে তার পিতা নয়া মিয়া এবং মাইদুল এলাকার অনেকের কাছ থেকে বিদেশে লোক পাঠানোর নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে বিশাল সম্পদের পাহাড় গড়েছে। এমনকি আমার বাড়ীর জায়গা বিক্রি করে অনেকের মত আমিও নয়া মিয়াকে টাকা দিয়ে নিঃস্ব হয়েছি।