সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ঝিনিয়া এমএ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আব্দুল হামিদকে মারপিট করে আহত করার প্রতিবাদে ও দুষ্কৃতিকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে উক্ত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। শনিবার বিদ্যালয় চত্বরে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, শিক্ষক আব্দুল গফ্ফার, দশম শ্রেণির ছাত্র আঃ ছালাম, শ্রী ভক্ত গোপাল, হাফিজা সরকার, মোসলেম আলী, আলমগীর হোসেন প্রমূখ। বক্তারা উক্ত বিদ্যালয়ের সাবেক সভাপতি আনিছুর রহমান রাজুসহ সংশ্লিষ্ট দুষ্কৃতিকারীদের অবিলম্বে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য গত ০৩ আগষ্ট বৃহস্পতিবার বিদ্যালয় ছুটি শেষে আব্দুল হামিদ অফিস বন্ধ করে বিদ্যালয় থেকে বাহির হওয়া মাত্রই উক্ত বিদ্যালয়ের সাবেক সভাপতি আনিছুর রহমান রাজু কিছু সংখ্যক দুষ্কৃতিকারীদের সাথে নিয়ে তার উপর আকর্ষিক ভাবে হামলা ও মারপিট করায় অফিস সহকারী আব্দুল হামিদ গুরুত্বর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ নিয়ে উক্ত বিদ্যালয়ের সভাপতি ও ইউএনও এসএম গোলাম কিবরিয়ার সাথে কথা হলে তিনি জানান, আহত অফিস সহকারী সুস্থ হয়ে বাড়ি ফিরলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।