খবরবাড়ি ডেস্কঃ সারাদেশে জঙ্গিবাদ-সন্ত্রাস-নারী নির্যাতন ও মাদককে না বলতে এবং দেশব্যাপী এ বিষয় গুলোর বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সিলেটের মৌলভীবাজার হতে মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটি টিমের দুই সদস্য আহম্মেদ রাকিন ও হাসান আহম্মেদ নাইম। “মাদক-জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতা রখবোই সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ব” এ শ্লোগানকে সামনে রেখে গত ৮ দিন যাবৎ দেশের ১৯ জেলা ভ্রমণ শেষে বৃহস্পতিবার ৫ আগস্ট ২০তম জেলা হিসেবে গাইবান্ধা জেলা শহরে প্রবেশ করার প্রাক্কালে পলাশবাড়ী উপজেলা অতিক্রম কালে তাদের সহিত সৌজন্য সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালে রাকিন ও নাইম জানান, মৌলভীবাজার হতে সাইক্লিং করে সারাদেশ ব্যাপী জঙ্গিবাদ-সন্ত্রাস, নারী নির্যাতন ও মাদককে না বলতে এবং এসব অপরাধ থেকে দেশের জনগণকে বিরত রাখার জন্য জনসচেতনা গড়তে সারাদেশের ৬৪টি জেলায় সাইকেল ভ্রমণে। তারা সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করেন। এরপর রাকিন ও নাইম পলাশবাড়ী হতে সাইক্লিং করে গাইবান্ধার শহরের উদ্দেশ্যে রওনা করেন।