
বিনোদন ডেস্ক: কিছুদিন আগে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, বাংলাদেশে যৌথ প্রযোজনা স্থগিত হওয়ায় পিছিয়ে গেছে জিতের নতুন ছবি। নতুন খবর হলো— এবার শুরু হচ্ছে সিনেমাটি, নায়িকা হিসেবে থাকছেন নুসরাত ফারিয়া।
এর আগে ‘বাদশা দ্য ডন’ ও ‘বস টু’তে অভিনয় করেছিলেন জিৎ-ফারিয়া জুটি। এবার তারা নাম ঠিক না হওয়া সিনেমাটির জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন। ১৭ আগস্ট শুরু হবে শুটিং।
বেশ আগেই পরিচালক অশোক পাতি ইতালিতে সিনেমাটির লোকেশন ঠিক করে রেখেছেন। সেখানেই হচ্ছে শুটিং। এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ ও ভারতে আসবে ইউনিট। এ জন্য নুসরাত টানা ৪০দিনের শিডিউল দিয়েছেন।
শোনা যাচ্ছে, পাঞ্জাবি ছবি ‘জাট অ্যান্ড জুলিয়েট’-এর ছায়া অবলম্বনে তৈরি হবে সিনেমাটি। পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে ফারিয়াকে। গল্পটি হবে কমেডি ও অ্যাকশনের মিশেল। ইতোমধ্যে সিনেমাটির জন্য আগের অ্যাংরিম্যান লুক ঝেড়ে ফেলেছেন জিৎ, তাকে দেখা যাবে রোমান্টিক অবতারে। এমন খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও জিতের প্রতিষ্ঠান জিতস ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেড।
ইতোমধ্যে যৌথ প্রযোজনার নীতিমালার নতুন কমিটি চূড়ান্ত হয়েছে। শিগগিরই হবে সভা। কমিটির অনুমোদন নিয়েই সিনেমাটি শুরু হবে জানালেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।
এদিকে আগের দুই সিনেমায় নুসরাত ফারিয়ার সঙ্গে ছিলেন ভারতীয় নায়িকা। নতুনটিতে তেমনটা হচ্ছে কিনা জানা যায়নি।