গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা পৌর এলাকার ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে গতকাল শুক্রবার স্থানীয় জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ফরম বিতরণ করে ওই কার্যক্রম উদ্বোধন করে শহর বিএনপির সভাপতি মো. শহীদুজ্জামান শহীদ। এর আগে এক আলোচনা সভা ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মো. ইয়াসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর দিলরুবা পারভীন ঝর্ণা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, সাবেক এমপি সাইফুল আলম সাজা, দেলওয়ার হোসেন দেলু, খন্দকার ওমর ফারুক সেল্যু, শহর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হানিফ বেলাল, ফরহাদ আলী, মুনমুন রহমান, মৌসুমী বেগম তমা, কামরুল ইসলাম শাহীন, মাধবী সরকার, আবু আহম্মেদ আবু, মামুনুর রশিদ, আব্দুল কুদ্দুস সরকার প্রমূখ।