1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পেয়ারা বাগানের সাথে শত্রুতা অজ্ঞাত দুর্বৃত্ত কর্তৃক পলাশবাড়ীতে পেয়ারা গাছ ভাঙচুর : ব্যাপক ক্ষতি মাদকবাহী নৌকায় হামলায় নিহত ৮ ২০২৫ সালে বিশ্বব্যাপী ১২৮ সাংবাদিক নিহত : আইএফজে পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে : তারেক রহমান ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ কার্যকর, ই-সিগারেটসহ সব উদীয়মান তামাকপণ্য নিষিদ্ধ পলাশবাড়ীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বই বিতরণ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে শোক প্রকাশ ও দো’আ মাহফিল গাইবান্ধায় প্রথম আলো বন্ধুসভার নতুন কমিটির নেতৃত্বে মেহেদী ও নিফাউল নাগরিক উদ্যোগ মিডিয়া ফেলোশিপ পেলেন সময়ের আলোর কায়সার রহমান রোমেল গাইবান্ধায় ১০ দলীয় নেতৃবৃন্দের মতবিনিময় ও আলোচনা সভা

সাঘাটার কাটাখালী নদীর সেতু উদ্বোধনের অপেক্ষায় দুরত্ব কমছে গোবিন্দগঞ্জের সাথে

  • আপডেট হয়েছে : শনিবার, ৫ আগস্ট, ২০১৭
  • ৫২ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ যোগাযোগের ক্ষেত্রে সাঘাটা উপজেলার দৃশ্যপট পালটে যাচ্ছে। দীর্ঘ দিনের আকাঙ্খার পর উপজেলার বোনারপাড়া-গোবিন্দগঞ্জ উপজেলার সংযোগ স্থল আলাই কাটাখালী নদীর উপর নির্মাণাধীন সেতুর কাজ শেষ। গোবিন্দগঞ্জ অংশে সেতুর এপ্রোচ সংযোগ নির্মাণ কাজও শেষ। অপর পার্শে¦ এপ্রোচের কাজ চলছে দ্রুত গতিতে। আগামী ১৫দিনের মধ্যেই সব কাজ সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে। সেতুটির উপর দিয়ে পারাপার শুরু হলে দীর্ঘ ৭০কি.মি পথ কমে আসবে। এ উপজেলার মানুষ মাত্র ১০কি.মি পথ পাড়ি দিয়েই পাশ্ববর্তী উপজেলা গোবিন্দগঞ্জ হয়ে বগুড়া কিংবা রাজধানীর সাথে যোগাযোগ স্থাপন করতে পারবে। অবারিত হবে দু’ উপজেলার মাঝে ব্যবসা বাণিজ্যের।
শুক্রবার সরেজমিনে দেখা যায়, সেতুকে ঘিরে রামনগর এলাকাবাসীর মাঝে আনন্দের বন্যা বইছে। এলাকাবাসী জানান, সেতুটি নির্মাণ হওয়ায় দীর্ঘ দিনের আকাঙ্খা পূরণ হচ্ছে। বাপ দাদার আমল থেকেই এ স্থানে সেতু নির্মাণের স্বপ্ন ছিল অত্র এলাকাবাসীর- এমনটাই জানালেন রামনগর গ্রামের মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। একই এলাকার কৃষক খাইরুল ইসলাম বলেন, এ এলাকার উৎপাদিত কৃষি পন্য অতি সহজেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো সম্ভব হবে। কনস্ট্রাকশন অব লং ব্রীজ-১, উপজেলা এন্ড ইউনিয়ন রোডস প্রজেক্টের (এলবিসি) আওতায় ওই সড়কের রামনগর বাজার কাটাখালী নদীর উপর ৪০২৫ মি. সেতুর কাজ শুরু হয় ২০১৩ সালের ২১ অক্টোবর। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জিওবি ফান্ডের এ কাজের বাস্তবায়ন করছে ঢাকা দোহারের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সুরমা এন্টারপ্রাইজ। ব্যয় হয় ২৪ কোটি ১২ লাখ ৪৫ হাজার ৬৬০ টাকা। গত বছরের ২৪ মে সেতুটির কাজ শেষ হওয়ার কথা থাকলেও যোগাযোগ ক্ষেত্রে অনুন্নত হওয়ায় কন্সট্রাক্শনের মালামাল দেরীতে পৌঁছার দরুণ কাজ শেষ হতে কিছুটা দেরী হল। তবে এলজিইডির স্থানীয় দপ্তর সূত্র জানায়, আগষ্টের শেষের দিকেই সেতু দিয়ে পারাপার সম্ভব হবে। নির্মাণ কাজ পরিদর্শনে দেখা গেছে, সেতুর পশ্চিম দক্ষিণের এপ্রোচ সড়কের কাজ শেষ। সেতু নির্মাণ বিষয়ে কথা হলে বোনারপাড়ার ব্যবসায়ী জিয়াউল করিম বলেন, সেতুটি নির্মাণ হওয়ায় গোবিন্দগঞ্জের মহাসড়কের সাথে সংযোগের ক্ষেত্রে প্রায় ৭০ কি.মি রাস্তা কমে আসবে। মানুষ মাত্র ২৫ মিনিটে গোবিন্দগঞ্জে পৌঁছবে বলে জানালেন আরেক ব্যবসায়ী আমজাদ হোসেন। তাদের মতে ৭০ কি.মি ঘুরে লোকজনের প্রায় অতিরিক্ত ২ ঘন্টা ব্যয় হয় গোবিন্দগঞ্জে যেতে হত। এ ব্যাপারে কথা হলে উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম জানান, সেতুটির সব কাজই প্রায় শেষ। সাঘাটা অংশের এপ্রোচ সড়ক নির্মাণ কাজ শেষ হলে কয়েক দিনের মধ্যেই পারাপারের জন্য খুলে দেওয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft