গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে অগ্নিকান্ডে ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের তাজপুর কাটাখালী গ্রামের মৃত-নছিমুদ্দিনের পুত্র সাইদার রহমানের বাড়ীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট যেয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসে এ বিষয়ে যোগাযোগ করলে তারা জানান, উক্ত সাইদারের বাড়ীতে সটসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত। এতে বাড়ী ও ঘরের আসবাব পত্র পুড়ে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হযেছে বলে তারা জানান। তবে ওই ইউনিয়নের ওয়ার্ড সদস্য জাফুরুল ইসলাম রাতেই ঘটনার স্থল পরিদর্শন করেন। সাইদার রহমান অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে পরিবার নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে।