গাইবান্ধা প্রতিনিধিঃ সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় খান বাহাদুর আহসান উল্লাহ স্মৃতি গোল্ড মেডেল ২০১৭ পদকে ভূষিত হলেন গাইবান্ধার সাংবাদিক আতিকুর রহমান আতিক বাবু। বাংলাদেশ শিক্ষা ও ক্রীড়া সাংস্কৃতিক পরিষদ ও ডেভেলপমেন্ট রিচার্জ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে রাজধানী ঢাকার হাতিরপুল নাহার প্লাজার ১৪তলায় পামপি চাইনিজ রেষ্টুরেন্টে শুক্রবার মাদকমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের করনীয় সভা, কবিতা পাঠ ও সম্মাননা প্রদানসহ নৈশ ভোজ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় বাংলাদেশ শিক্ষা ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদ (বাশিক্রীসাস)-এর পক্ষ থেকে বাংলাভিশন চ্যানেলের গাইবান্ধা জেলা প্রতিনিধি সাংবাদিক আতিকুর রহমান আতিক বাবুকে খান বাহাদুর আহসান উল্লাহ স্মৃতি গোল্ড মেডেল ২০১৭ ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে আরো ১১ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে গোল্ড মেডেল ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক কালচারাল সোসাইটির সভাপতি এটিএম মমতাজুল করীম। এসময় কিংবদন্তী কৌতুক অভিনেতা টেলিসামাদ ও চিত্রনায়কা সাহানুর ছাড়াও কবি, সাংস্কৃতিক, বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।