1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১০:২১ অপরাহ্ন
১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পেয়ারা বাগানের সাথে শত্রুতা অজ্ঞাত দুর্বৃত্ত কর্তৃক পলাশবাড়ীতে পেয়ারা গাছ ভাঙচুর : ব্যাপক ক্ষতি মাদকবাহী নৌকায় হামলায় নিহত ৮ ২০২৫ সালে বিশ্বব্যাপী ১২৮ সাংবাদিক নিহত : আইএফজে পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে : তারেক রহমান ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ কার্যকর, ই-সিগারেটসহ সব উদীয়মান তামাকপণ্য নিষিদ্ধ পলাশবাড়ীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বই বিতরণ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে শোক প্রকাশ ও দো’আ মাহফিল গাইবান্ধায় প্রথম আলো বন্ধুসভার নতুন কমিটির নেতৃত্বে মেহেদী ও নিফাউল নাগরিক উদ্যোগ মিডিয়া ফেলোশিপ পেলেন সময়ের আলোর কায়সার রহমান রোমেল গাইবান্ধায় ১০ দলীয় নেতৃবৃন্দের মতবিনিময় ও আলোচনা সভা

গোবিন্দগঞ্জে ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭
  • ৩৪ বার পড়া হয়েছে

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ বন্দরে জমি জমা নিয়ে বিরোধের জের ধরে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি ও নানা ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলার হাত থেকে রক্ষা পেতে মহিমাগঞ্জ ইউনিয়নের কুমিড়াডাঙ্গা গ্রামের আফছার আলী আকন্দের পুত্র মেফাজ্জল হোসেনের সংবাদ সম্মেলন। বৃহস্পতিবার বিকেলে গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোফাজ্জল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন তাহেদুল ইসলাম,আঃ জলিল সহ বিভিন্ন সংবাদ পত্রের প্রতিনিধিগণ। লিখিত বক্তব্যে মোফাজ্জল হোসেন বলেন, উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের মৃত মাছুদ আহমেদ তালুকদারের পুত্র ইসতিয়াক আহমেদ তালুকদার @ স্বপন ২০১১ সালে সোস্যাল  ইসলামী ব্যাংক, গোবিন্দগঞ্জ এসএমই/কৃষি শাখা থেকে মূয়াজ্জল কর্মারশিয়াল পদ্ধতিতে ব্যবসার নির্মিত্তে এক বছর মেয়াদী ৪০,০০,০০০/-(চল্লিশ লক্ষ) টাকা চলমান ঋণ নেয়। পরবর্তিতে ব্যাংকের শর্ত মতে টাকা সময় মত পরিশোধে ব্যর্থ হয়। ব্যাংক কতৃপক্ষ নিকট  ইসতিয়াক আহমেদ পূর্বে প্রদত্ব সংশ্লিষ্ট ব্যাংক একাউন্টে স্বাক্ষরকৃত চেকে টাকা জমা না থাকায় সোস্যাল  ইসলামী ব্যাংক কতৃপক্ষ চেক ডিসওনারের মামলা করে। পরবর্তিতে ব্যাংক কতৃপক্ষ অর্থঋন আদালত আইন ২০০৩ এর ১২ (৩) মোতাবেক ১৮/০১/২০১৩ তারিখে দৈনিক করতোয়া পত্রিকায় জমি নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করে। ব্যাংক কতৃপক্ষ তৃতীয় দফায় সর্বশেষ ২০/০২/১৭ তারিখে দৈনিক সমকালে পুনঃ নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করলে গত ২০/০৩/১৭ তারিখ বিকালে আরো ৪/৫ জন অংগ্রহনকারী ক্রেতার সাথে তিনিও উক্ত নিলামে অংশ নেয় এবং সর্বোচ্চ দরদাতা হিসাবে তার দরপত্র গৃহীত হয়। পরবর্তিতে নিলামে দরপত্র গৃহীত জমির মূল্য সোস্যাল  ইসলামী ব্যাংক কতৃপক্ষকে বুঝিয়ে দেওয়ায় ব্যাংক কতৃপক্ষ তফশিলী ৫৮ শতক জমি রেজিষ্ট্রী কবলা মূলে দলিল করে দেয়। যাহার  মৌজা শ্রীপতিপুর জেএলনং-৩১০,সি,এস খতিয়ান নং ৩৫৩,৩৫৪,৩৫৫,৩৫৮, আর, এস খতিয়ান নং ৩৬১,৩৬২, ৩৬০, ৩৬৭, সাবেক দাগ নং ৩২৬, ৩২৭ নতুন দাগ নং-১৬৭৩। উক্ত জমি মোফাজ্জল হোসেনের নিকট নিলামে বিক্রয় হয়েছে বলে মর্মে সোস্যাল  ইসলামী ব্যাংক কতৃপক্ষ নিজেরাই সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। জমি ক্রয়ের বিষয়টি জানার পর থেকে ইসতিয়াক আহমেদ তালুকদার @ স্বপন এর স্ত্রী  মিনুয়ারা গংদের বিভিন্ন ধরনের হুমকি-ধামকি ও মিথ্যা মামলা সহ নানা ষড়যন্ত্র এবং হেনস্থার শিকার হচ্ছেন বলে তিনি সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন। মিনুয়ারা গংদের হাত থেকে রক্ষাপেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসন ও সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft