গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের তিন গাছতলা এলাকার নাকাইহাট সড়কে গতকাল বৃহস্পতিবার বিকেলে ১ হাজার ৬৩৫ পিস ইয়াবাসহ রোকনুজ্জামান ওরফে ইমরান (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোকনুজ্জামান সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রামের মো. গোলাপ হোসেনের ছেলে।
ডিবি পুলিশ জানায় রোকনুজ্জামান দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে তিন গাছতলা এলাকায় ইয়াবা বিক্রির সময় ডিবি পুলিশের একটি দল হাতেনাতে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১ হাজার ৬৩৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।