গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের রিচিং আউট-অব-স্কুল চিলড্রেন(রক্স) ২য় পর্যায় প্রকল্প এর প্রি-ভোকেশনাল দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন কর্মসুচীর ইনডাকশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রক্স ফেইজ-২ এর ভারপ্রাপ্ত পরিচালক (উপসচিব) জনাব মুহাম্মদ শাহাদত হোসাইন এবং সভাপতি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হান্নান। এ ছাড়াও গোবিন্দগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়াম্যান, সিপিডির নির্বাহী পরিচালক মোসলেমা বারী,গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমদসহ পিছিয়ে ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তরা বলেন, কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই, সমাজে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের কারিগরি শিক্ষার মাধ্যমে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ প্রকল্পের মুল লক্ষ্য।
এ প্রকল্পের আওতায় দেশের ৯০ উপজেলার মোট ২৫ হাজার প্রশিক্ষণার্থীকে এ কর্মসুচীর আওতায় আনা হবে এবং তাদের সম্পুর্ণ বিনামুল্যে সরকারি অর্থায়নে প্রশিক্ষন প্রদান করা হবে। প্রশিক্ষন চলাকালীন সময়ে প্রত্যেকে ১০০ টাকা টিফিন ও যাতায়াত ভাতা প্রদান করা হবে ও প্রশিক্ষন শেষে ৮০০ টাকা করে এককালীন প্রদান করা হবে এবং সর্বাপরি কোর্স সম্পূর্নকারীদের চাকুরী প্রদানে সহায়তা করা হবে।